ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

গোপালগঞ্জে ১৯ বছর পর বিএনপির সমাবেশ

প্রকাশিত: ১৫:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

গোপালগঞ্জে ১৯ বছর পর বিএনপির সমাবেশ

ছবি: সংগৃহীত

১৯ বছর পর গোপালগঞ্জে জনসভা করতে যাচ্ছে বিএনপি, যা দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। সোমবার সকাল ১০টায় পৌর পার্কের মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য এই সমাবেশ ঘিরে শহরজুড়ে সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। ওয়ান ইলেভেন পরবর্তী তিন মেয়াদে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়াত রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন এবং সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান।

বিএনপি নেতাদের মতে, বিগত ১৭ বছরে গণতান্ত্রিক পরিবেশ ছিল না এবং প্রশাসনের বাধার কারণে তারা প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেননি। ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, যার ফলে এবার সমাবেশের আয়োজন সম্ভব হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো প্রচার-প্রচারণা চালিয়ে বিপুলসংখ্যক কর্মী সমাবেশে আনতে কাজ করছে। আয়োজকরা ৪০-৫০ হাজার মানুষের উপস্থিতির আশা করছেন এবং এটিকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। নেতাদের মতে, দীর্ঘদিন পর প্রকাশ্যে কর্মসূচির সুযোগ পাওয়ায় কর্মীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।

তথ্যসূত্রঃ https://bangla.dhakatribune.com/politics/92827/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AF-

মারিয়া

×