ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

অস্থিরতার মাঝেও ওপার বাংলা থেকে জামাই নিয়ে এলেন মাগুরার সঞ্চিতা

প্রকাশিত: ১৪:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

অস্থিরতার মাঝেও ওপার বাংলা থেকে জামাই নিয়ে এলেন মাগুরার সঞ্চিতা

ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভাষা দিবসের দিন প্রমাণ হল ভারত-বাংলাদেশের সম্পর্ক আজও ভালো। বিগত কয়েক বছর ধরে ভারত-বাংলাদেশ যৌথ ভাবে ভাষা দিবস উদযাপন করলেও এবছর ছবি  অন্য। সীমান্তে যৌথ ভাবে পালিত হল না ভাষা দিবস।

তবে তারই মাঝে খুশির খবর। ভারতীয় চিকিৎককে বিয়ে করে বাংলাদেশের জামাই বানালেন মাগুরার সঞ্চিতা। শুক্রবার সকালে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেন ওই নব দম্পতি।

পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে পড়তে যান ২০১৬ সালে।তারপর ২০১৮ থেকে ওখানকার সহপাঠী মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সাথে ভালোবাসার সম্পর্ক হয় তাঁর । সেই সম্পর্কের খাতিরে যুবক প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাই এই অস্থির পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের মাগুরাতে গিয়ে সঞ্চিতাকে বিয়ে করেন।

২০১৮ থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালবাসার সম্পর্ক। দীর্ঘ ৮ বছর পর বিয়ে।মাগুরায় চারহাত এক হয় অনির্বান-সঞ্চিতার। তারপরেই শুক্রবার সকালে অনির্বানের হাত ধরেন অনির্বাণ।

ফুয়াদ

আরো পড়ুন  

×