ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ ইন্টার্ন চিকিৎসকদের

প্রকাশিত: ১৪:০৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ ইন্টার্ন চিকিৎসকদের

ছবি: সংগৃহীত।

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহারের বিরুদ্ধে, ম্যাটসের কার্যক্রম বন্ধের দাবি, বিসিএস পরীক্ষায় বয়স বাড়ানোর পাশাপাশি আরও কিছু দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) ইন্টার্ন চিকিৎসকরা ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা রংপুর মেডিকেল মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা সতর্ক করে জানান, পাঁচ দফা দাবি মেনে না নিলে তারা একের পর এক কঠোর আন্দোলন করবেন, যার মধ্যে শাটডাউনেও যেতে হতে পারে।

এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে শতশত ইন্টার্ন চিকিৎসক বিক্ষোভ মিছিল বের করে। তারা বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ এবং প্রাইম মেডিকেল কলেজের ইন্টার্নদের সাথে একত্রিত হয়ে মেডিকেল মোড়ে এসে রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। পরবর্তীতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক ডা. কাওছার আহাম্মেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সুরভী রহমান সহ আরও অনেকে। বক্তারা আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি না মানলে সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

নুসরাত

আরো পড়ুন  

×