ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সীমা ছাড়িয়ে গেলে জনগণ আইন নিজের হাতে তুলে নিবেঃ আজহারী

প্রকাশিত: ১৩:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সীমা ছাড়িয়ে গেলে জনগণ আইন নিজের হাতে তুলে নিবেঃ আজহারী

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী বলেন, সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতাই আইন ও দায়িত্ব নিজের হাতে তুলে নিবে। এটা আমরা চাই না। আপনারা শান্তিপ্রিয় মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না।

২২শে ফেব্রুয়ারি, শনিবার চাপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন এক তাফসিরুল কোরআনের মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা আল্লাহ ও রাসুল (সাঃ) এর নামে কটূক্তি করে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করি। জনগণ যদি এই দায়িত্ব তুলে নেয়, এই বিশাল জনস্রোত থামানো সম্ভব নয়। যারা এসবের সাথে জড়িত, আইন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।

আবীর

আরো পড়ুন  

×