ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

‘বিডিআর বিদ্রোহ’ মামলার রায় নিয়ে যা বললেন আসামি পক্ষের আইনজীবী!

প্রকাশিত: ১২:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

‘বিডিআর বিদ্রোহ’ মামলার রায় নিয়ে যা বললেন আসামি পক্ষের আইনজীবী!

ছবিঃ সংগৃহীত

বিডিআর বিদ্রোহের মামলা নিয়ে কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবী। তিনি বলেন, ২টি মামলা হয়েছিলো ২০০৯ সালে। একটি মামলা হত্যাকাণ্ডের জন্য ৩০২ ধারায়, আরেকটি মামলা ছিল ৩ ও ৪ বিস্ফোরক দ্রব্য আইনে। ২০১০ সালে দুইটি মামলার কার্যক্রম শুরু হয়। গেজেট প্রজ্ঞাপনে ছিল দুইটি মামলা একসাথে শুরু হবে এবং শেষ হবে। কিন্ত তৎকালীন প্রসিকিউটররা একটি মামলা এগিয়ে নেয়, আরেকটা মামলা থমকে যায়। ২০১৩ সালে হত্যা মামলাটির রায় হয়, অনেকে সাজা পায় আবার অনেকে খালাস পায়। কিন্ত বিস্ফোরক মামলাটি আর আগায় না।

২২৬ জন সাজাপ্রাপ্তর রায়ের কপি সংগ্রহ করে আমরা আপিল করি সুপ্রিম কোর্টে। সেই আপিলগুলো এখনো পেন্ডিং আছে। 

আইনজীবী এ সময় প্রধান বিচারপতির কাছে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির আবেদন জানান। আইনজীবী আরো বলেন, শহীদ পরিবারের মতই নির্দোষ যারা সাজা খেটেছেন তারাও ভিক্টিম। আইনের কাছে সবাই ন্যায়বিচার প্রত্যাশা করে। 

তাই বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। সেই সাথে যারা নির্দোষ তাদের যেন জামিন দেয়া হয় সেই আবেদন করেন তিনি।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1A2khyQTLg/

রিফাত

×