ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে সুখবর দিল ভারত

প্রকাশিত: ১২:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে সুখবর দিল ভারত

গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়, যা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পরও অব্যাহত থাকে। একাধিক ইস্যুতে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়, সীমান্ত হত্যা, কাঁটাতারের বেড়া – এসব কারণে সম্পর্কের দূরত্ব বাড়ছিল। তবে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে একটি বড় সুখবর এসেছে, যা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে সাইডলাইনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারত থেকে বাংলাদেশে একটি সুখবর এসেছে। জানা গেছে, ভারত সরকার বাংলাদেশ সরকারের প্রস্তাবিত কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো (অথরাইজেশন) গ্রহণ করেছে। এর ফলে রিয়াজ হামিদুল্লাহ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হবেন। তিনি সাবেক হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সূত্র জানিয়েছে, রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো গ্রহণের মাধ্যমে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। রিয়াজ হামিদুল্লাহকে ঢাকার পক্ষ থেকে প্রস্তাবিত এই দূত হিসেবে দিল্লি সবুজ সংকেত দিয়েছে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে, এবং এখন তার উপর নির্ভর করবে, এই সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে।

ভিডিও: https://youtu.be/kb9v6PHallY?si=mLJufVYnVXEHfi-x

সূত্র: এটিএন নিউজ

ফুয়াদ

×