ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাসায় পুলিশ গেলেই মাথা ঠাণ্ডা হয়ে যাবে, কাদের উদ্দেশ্যে বললেন ইলিয়াস!

প্রকাশিত: ১০:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাসায় পুলিশ গেলেই মাথা ঠাণ্ডা হয়ে যাবে, কাদের উদ্দেশ্যে বললেন ইলিয়াস!

ছবিঃ সংগৃহীত

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যর একটি পোস্ট শেয়ার দিয়ে বলেছেন, দেশের বাইরে যারাই বাড়াবাড়ি করবে সবগুলার নাম ঠিকানা যোগার করেন৷ আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ দু-একবার বাসায় পুলিশ গেলেই মাথা ঠান্ডা হয়ে যাবে৷ 

উল্লেখ্য যে, পিনাকী ভট্টাচার্য তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে ফ্রান্সে আওয়ামী গুটি কয়েক সমর্থকের মানববন্ধন নিয়ে বলেন, ফ্রান্স আওয়ামী লীগ মানববন্ধন করেছে। আমাকে টেররিস্ট বলছে আর প্রফেসর ইউনূসকে ফান্ডামেন্টালিস্ট বলছে। হে খোদা ওদের এমনি বেকুব বানায়ে রাখো। এরা জানেই না এই মানববন্ধন আমার দাম ফ্রান্স সরকারের কাছে কোথায় নিয়েছে। 

আমাকে আগে বললে কিছু ভাই আর ভাইগ্নাদের পাঠিয়ে দিতাম। 

রিফাত

×