ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

‘পরে খুঁজে পাইলে খবর আছে’ কাকে বলেছেন পিনাকী? 

প্রকাশিত: ০৮:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

‘পরে খুঁজে পাইলে খবর আছে’ কাকে বলেছেন পিনাকী? 

বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি বার্তা প্রকাশ করেছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়া সেই পোস্টে পিনাকী ভট্টাচার্য অভিযোগ করেন যে, যুক্তরাজ্যের হাইকমিশনের ওয়েবসাইটে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও টিউলিপ সিদ্দিককে নিয়ে আগের লেখা পরিবর্তন করা হয়নি, যদিও কথিত 'বিপ্লবের' সাত মাস পেরিয়ে গেছে।

তার পোস্টে তিনি লেখেন, “ইউকের হাইকমিশনের ওয়েবসাইটে মুজিব আর টিউলিপ সিদ্দিকি বন্দনা এখনো বদলায় নাই বিপ্লবের সাত মাস পরেও। লিংক কমেন্ট বক্সে দিলাম। সাত দিন টাইম দিলাম, নতুন করে লিখেন এই ইতিহাস। প্রত্যেক এমব্যাসি নিজের সাইট চেক করেন। পরে খুঁজে পাইলে কলে খবর আছে।”

তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, কেন তিনি এতটা কড়া ভাষায় মন্তব্য করেছেন এবং ঠিক কোন পরিবর্তন তিনি চান? এদিকে, ওয়েবসাইট চেক করে বঙ্গবন্ধু ও টিউলিপ সিদ্দিককে নিয়ে প্রকাশিত লেখা হুবহু তুলে ধরা হলো—

“যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের নিরলস প্রচেষ্টার ফলে লন্ডন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন সংগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সম্ভবত এই সম্প্রদায়ের অবদান ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনা করে, ১৯৭২ সালের জানুয়ারির শুরুতে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লন্ডনের পথ ধরে স্বাধীন বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।”

“যুক্তরাজ্যের জাতীয় রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি সম্প্রদায়ের অন্যতম বড় অর্জন হলো ২০১৭ সালে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে এই সম্প্রদায়ের তিনজন নারী সদস্য-রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক এবং ড. রূপা হক-এর পুনর্নির্বাচিত হওয়া। উল্লেখযোগ্যভাবে, টিউলিপ সিদ্দিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি।”

আফরোজা

×