ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না 

সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, আমরা যে রাজনৈতিক দল করতে যাচ্ছি। এখানে কোন পরিবার তন্ত্র থাকবে না। বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্রেডিশন আর থাকবে না। আমরা আপনাদের যে কোন যুক্তিক সমালোচনা মেনে নেব। যেকোন যোগ্যলোকদের আমরা আসন ছেড়ে দেব।

তিনি বলেন, জাতির এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা চাই যার যার নিজ নিজ এলাকাতে আপনারা এক এক জন্য মেম্বার হয়ে উঠুন। চেয়ারম্যান হয়ে উঠুন। এমপি হয়ে দেশ ও জাতির জন্য কাজ করুন।

সারজিস আলম বলেন, এই বাংলাদেশের মানুষ খুনি হাসিনার যে জুলুমের শিকার হয়েছে। আমরা আর সেটি হতে দেবনা।  আমরা চাই এদেশে ঘুষ, দুর্নীতি, মারামারি ইত্যাদি আর না ঘটুক।
 

শহীদ

×