ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

এক সেকেন্ডের নাই ভরসা; দম ফুরাইলেই শেষ, কেন বললেন গোলাম আজমপুত্র আমান আজমী?

প্রকাশিত: ০১:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:১৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

এক সেকেন্ডের নাই ভরসা; দম ফুরাইলেই শেষ, কেন বললেন গোলাম আজমপুত্র আমান আজমী?

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মো. রুহুল কুদ্দুসের একটি মন্তব্যের জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আপনি অন্ধ, কালা। তাই দেখেন না, শুনেন না। গোলামীর চুক্তি করেছেন, আবার বলছেন 'দেয়ার ওয়্যার নো গোলামী চুতে'। ইংরেজি না পারলে বাংলাতেই লিখুন।"

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের কূটনীতিক অ্যাডভোকেট নুরুল কাদেরের লেখা ২৬৬ দিনে স্বাধীনতা বইয়ের ৩২৫ ও ৩২৬ নম্বর পৃষ্ঠায় এ সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। তার দাবি, এসব তথ্য উপেক্ষা করে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে।

পোস্টে তিনি আরও বলেন, "সারা জীবন তো গলাবাজি আর মাস্তানি করেছেন। নেত্রী আপনাদেরকে এতিম করে দিয়ে পালিয়েছেন। এখন ভালো হয়ে যান, অনুশোচনা করুন, মৃত্যুর কথা চিন্তা করুন, আল্লাহর কাছে জবাবদিহিতার কথা চিন্তা করুন।"

তিনি ইসলামের সূরা হাশরের ১৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে সকলকে আত্মজিজ্ঞাসার পরামর্শ দেন এবং লেখেন, "এক সেকেন্ডের নাই ভরসা; দম ফুরাইলেই শেষ। এনাফ ইজ এনাফ - রঙিন চশমাটা খুলুন।"

এম.কে.

×