ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

মোদীবিরোধী আন্দোলনে মাথায় ১১টা সেলাই লেগেছিল,১৭ বছর প্রসঙ্গে হাবিবুর রহমান মিসবাহ

প্রকাশিত: ০০:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

মোদীবিরোধী আন্দোলনে মাথায় ১১টা সেলাই লেগেছিল,১৭ বছর প্রসঙ্গে হাবিবুর রহমান মিসবাহ

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহ তার ভেরিফায়েড ফেইজবুকে এক পোস্টে বলেন, এই দেশে ওয়াজের স্টেজে পিস্তলের সামনে বুক টান করে সত্য উচ্চারণ আমিই প্রথম করেছিলাম তাও ক্ষমতাসীন সন্ত্রাসী এমপির সামনেই। মোদীবিরোধী আন্দোলনে মাথায় ১১টা সেলাই লেগেছিল আমার। দুইটা মামলার ঘানি টেনেছি বছরব্যাপী। মূর্তিববিরোধী আন্দোলনে ডিসিকে বং সই দিয়ে ধুপখোলা সমাবেশের রিস্ক আমিই নিয়েছিলাম। খোঁজ নাও! থেমিস অপসারণের দাবিতে রাজপথে সাহরী খেয়েছি। ফজরের নামায শেষে প্রতিবাদী মিছিলে পুলিশের হামলায় আহত হয়েছি এই আমরাই।

আরো বলেন, আমার কিছু কিছু লেখা বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়। যাদের গায়ে লাগে তারা অভিযোগ দেয় লীগের ১৭ বছরে কই ছিলাম! আবার কেউ কেউ তো লীগের দালাল টালালও বলে ফেলে! অথচ লীগের লোকজন কিন্তু তারাই কমিটিতে নিচ্ছে! 

পরিচিত ব্যক্তি হিসেবে আমার এত এত সুযোগ থাকার পরও কোনো মন্ত্রীর সাথে ছবি দেখেছো? নিয়মিত বয়ান ও লেখায় প্রতিবাদ করেছি অন্যায়ের। কোন সূত্রের ওপর অপবাদ দিচ্ছো? তোমার দলের নেতারা কীভাবে লীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে দেখছো না? কোন লজ্জায় কথা বলো!

২৪ এর আন্দোলনে প্রায় শুরু থেকেই অনলাইনে সোচ্চার থেকেছি। দেশে এলেই বিপদে পড়তে পারি জেনেও বিদেশ থেকে যাইনি। দেশে নেমেই যতটুকু সুযোগ পেয়েছি একদম রাজপথে নেমে গেছি। সামনে থেকে আন্দোলন করেছি।

বলো তো! আমার পর্যায়ের কতজনকে প্রকাশ্যে আন্দোলনে পেয়েছো? ঐ সময়ে ফেসবুকে একটা পোস্টই আমার বিপদ আনতে যথেষ্ট ছিল। এরপরও দেশের বাইরে থেকেই প্রতিদিন প্রতিবাদে অংশ নিয়েছি। এই আন্দোলন ফেইল করলে তোমাদের মতো সস্তা সমালোচকরা নিরাপদেই থাকতা, আমি থাকতাম আয়নাঘরে। সব জেনেও পিছু হটিনি, কিন্তু তোমাদের অনেককে বিজয়ের এক মিনিট আগেও মাঠে পাওয়া যায়নি!

২৪ এর আন্দোলনের বিপ্লবকে জালেমের বিরুদ্ধে মাজলূমের জিহাদ বলে প্রকাশ্যে সর্বপ্রথম ঘোষণাও দিয়েছিলাম আমি, যেটা ভাইরাল হয়েছিল এবং তাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানান।

সাজিদ

×