ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

বিএনপি ৮০-৮৫ ভাগ মানুষের জনপ্রিয় দল: ফজলুর রহমান

প্রকাশিত: ২৩:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি ৮০-৮৫ ভাগ মানুষের জনপ্রিয় দল: ফজলুর রহমান

ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সিংহাসন থেকে নতুন দল গঠনের সমালোচনা করেন, তিনি বলেন জনগণ এটা মেনে নিবে না। তিনি আরও বলেন, যারা আফগানিস্তান ও সিরিয়ার মতো দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বাংলাদেশের পরিস্থিতি এমনভাবে নষ্ট করতে পারবে না।

ময়মনসিংহে বিএনপির সমাবেশে তিনি বলেন, গত ৬-৭ মাস ধরে দলের প্রতি অবিচার হয়েছে, এবং ভবিষ্যতে নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। বিএনপিকে ঠেকানোর ষড়যন্ত্র চলছে এবং যারা এই কাজ করছে, তারা একসময় বিএনপির নেত্রীর সমর্থক ছিল। তিনি জামায়াতে ইসলামীকে ইসলামকে রাজনীতির ব্যবসা হিসেবে ব্যবহার করার জন্য কঠোর সমালোচনা করেন এবং তাদের ভোট পাবার আশা একেবারে খারিজ করেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/15fByd6v5C/


 

মারিয়া

×