ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

নাসিরুদ্দিন পাটোয়ারি

জাতীয় সংকটে কারা সিভিল কারা ডিফেন্স কোন ভেদাভেদ থাকেনা

প্রকাশিত: ২৩:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় সংকটে কারা সিভিল কারা ডিফেন্স কোন ভেদাভেদ থাকেনা

ছবিঃ সংগৃহীত

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এক মতবিনিময় সভায় নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, "বাংলাদেশের ইতিহাস বিভিন্ন সংকটকালীন সময় ও লড়াইয়ের মাধ্যমে গঠিত হয়েছে। ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সাল পর্যন্ত জাতির সূর্যসন্তানেরা—সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক জনগণ—সম্মিলিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে গেছেন।"

তিনি বলেন, "গণঅভ্যুত্থানের আগে আমরা ৩৬ দিনের লড়াই করেছি, এর আগে ১৫ বছর সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি, ৯০-এর গণআন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, এমনকি ৪৭-এর স্বাধীনতা আন্দোলনেও আমাদের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য লড়াই করেছেন। যখনই জাতীয় সংকট এসেছে, তখন আমরা সবাই বিভেদ ভুলে দেশের স্বার্থে একত্রিত হয়েছি।"

তিনি আরও বলেন, "সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক জনগণের মধ্যে কোনো বিভেদ নেই। জাতীয় সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং করব।"

 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1PTpYGgNAJ/

×