ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ধীরে চলুন, নয়তো ছাত্রলীগের মত অবস্থা হবে: নাসিরুদ্দিন

প্রকাশিত: ২২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ধীরে চলুন, নয়তো ছাত্রলীগের মত অবস্থা হবে: নাসিরুদ্দিন

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সতর্কবার্তা দিয়ে বলেছেন, ছাত্র সংগঠনগুলোকে ধীরে চলতে হবে, অন্যথায় তাদের অবস্থাও ছাত্রলীগের মতো হতে পারে। তিনি জানান, জাতীয় নাগরিক কমিটি তাদের রক্ষা করতে পারবে না, যদি তারা সতর্ক না থাকে।

শনিবার এক অনুষ্ঠানে নাসিরুদ্দিন বলেন, "আমরা চাই আপনারা হাজার জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন। আপনাদের কাছে থাকা প্রশিক্ষণ যদি দেশের বিরুদ্ধে কোনো বিদেশি শক্তি আসে, তাহলে প্রয়োগ করতে বাধ্য হব ইনশাআল্লাহ।"

তিনি আরও জানান, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে কমিটিতে অন্তর্ভুক্তির প্রস্তাব এসেছে। তবে কেন শুধুমাত্র পাঁচজন অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নাসিরুদ্দিন বলেন, "বাংলাদেশের এক্স-সৈনিক ও অফিসাররা এখানে রয়েছেন, তারা সবাই একসঙ্গে অংশগ্রহণ করতে পারেন।"

জাতীয় নাগরিক কমিটির ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, "আমরা যখন মাঠে যাব, তখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। পাঁচ তারিখে যেভাবে কোনো র‍্যাংকিং ও রাজনৈতিক পরিচয় ছাড়াই লড়াই করেছিলাম, ভবিষ্যতেও একইভাবে লড়াই করতে হবে। আগামীর ব্যালট বিপ্লবকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসিরুদ্দিন বলেন, "ছাত্র সংগঠনগুলোকে বলব, ধীরে চলুন। না হলে আপনাদের অবস্থা ছাত্রলীগের মতো হবে। আমরা কাউকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেব না।"

তিনি আরও বলেন, "যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। যারা সরাসরি জড়িত নয়, তারা রিডেম্পশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমা চাইতে হবে, নতুবা তাদের জায়গা এ দেশে হবে না।"

তিনি সামরিক বাহিনীর সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় নাগরিক কমিটিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিডিও দেখুন: https://youtu.be/yLaCKvqjUsI?si=YQJDZokvukTtQ-fP

এম.কে.

×