ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আজও মেঘাচ্ছন্ন থাকবে আকাশ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া শিলা বৃষ্টি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীসহ বিভিন্ন স্থানে  ঝড়ো হাওয়া  শিলা বৃষ্টি

.

ঢাকার আকাশ সকাল থেকেই ছিল ধোঁয়াশাময়মেঘ আর ধূলিকণার আবহে আকাশ দেখা যাচ্ছিল নাদুপুর থেকেই বইতে থাকে ঠান্ডা হাওয়াবিকেলের আগে ঝরে যায় এক পশলা বৃষ্টিকোথাও কোথাও শিলা বৃষ্টির খবরও পাওয়া গেছেতবে সন্ধ্যার পর আবার রাজধানীর কংক্রিট ভিজেছে বৃষ্টির তালেসঙ্গে বয়ে গেছে ঝড়ো হাওয়াএমন চিত্র শুধু রাজধানী একার নয়ঢাকার বিভিন্ন জেলায়, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’-এক জায়গায় শনিবার এমনই বৃষ্টি হয়েছেরবিবারও আকাশ খানিকটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস

শনিবার ছিল ৯ ফাল্গুনশীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে ব্যস্ত ছিল নগরজীবনগরমের প্রভাব পড়তেই শুরু হয়েছে লোডশেডিংএই মুুহূর্তে এই বৃষ্টি যেন জনমনে স্বস্তির বারতা নিয়ে এসেছেতবে অসময়ের এই বৃষ্টিতে রাজধানীবাসীকেও বিপাকে পড়তে দেখা গেছেকাউকে ছাতা ছাড়া ফুটওভার ব্রিজে বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে, কাউকে বা বৃষ্টিতে ভিজে বাসে উঠতে দেখা যায়কেউ বা ছাতা হাতে সড়ক পারাপার হনবৃষ্টিতে পথচারীদের কিছুটা ভোগান্তি পোহাতে দেখা যায়তবে বৃষ্টির কারণে ধুলাবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকেএদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শিলা বৃষ্টির ভিডিও ও ছবি প্রকাশ করেসে সময় নেটিজেনদের উচ্ছ্বসিত দেখায়খবর অনুযায়ী রাজধানীর পূর্বাচলে শিলা বৃষ্টি ঝরেছেআবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে তাক্ষণিক জানাতে পারেননিতবে তিনি সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেনওইদিন থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারেএদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছেআগামীকাল এর আওতা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার দিবাগত মধ্যরাতের পর থেকে রবিবার ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারেসারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেআবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছেমৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারেএদিন সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারেতবে দিনের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারেআবহাওয়াবিদ জেবুন্নেছা বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছেএ ছাড়াও নরসিংদী, কেরানীগঞ্জ ও মাওয়ায় বৃষ্টি হচ্ছেএটি বেশিক্ষণ স্থায়ী হবে নাতবে বিদ্যু চমকাতে পারে

×