ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

৪ আগস্ট ধর্ষণের শিকার, এখনো সমন্বয়কদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ

প্রকাশিত: ২১:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

৪ আগস্ট ধর্ষণের শিকার, এখনো সমন্বয়কদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ

ছবিঃ সংগৃহীত

 

এআইইউবি ইউনিভার্সিটি শিক্ষার্থী আদ্রিনা মাহি সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগের ২০-২৫ জন কর্মী তাকে তুলে নিয়ে যায় তাদের পার্টি অফিসে। তারা প্রথমে তাকে মারধর করে, ফোন নিয়ে যায়, গালাগালি করে। তিনি বলেন, একপর্যায়ে রুম থেকে সবাই বের হয়ে যায়, শুধু দুইজন থাকে—তারা আমাকে ধর্ষণ করে।

তিনি বলেন, এই ঘটনা মিডিয়ায় আসেনি, আমিই আনিনি। কিন্তু যারা পারতো এটার একটা সমাধান করতে, তারা করেনি। তারা (ধর্ষক) এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয়নি।

সারজিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরাত তাবাসসুম—সবাই জানে। উমামা ফাতেমাকে যখন আমি জানাই, তিনি বলেন, 'ওহ আচ্ছা, তোমার সাথে অনেক খারাপ হয়েছে। আচ্ছা, দেখবো ব্যাপারটা।'

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/168iNQBePx/

মারিয়া

×