ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

জাহাঙ্গীর

আজ থেকে আমি টাকা উঠানো শুরু করবো; বাজার আমার নিয়ন্ত্রণে চলবে

প্রকাশিত: ২১:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আজ থেকে আমি টাকা উঠানো শুরু করবো; বাজার আমার নিয়ন্ত্রণে চলবে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে গাজীপুরের জাহাঙ্গীর নামের একজন লোক বাজার দখল করে এভাবেই জনসম্মুখে ভাষণ দিচ্ছিলেন। একটি হ্যান্ড মাইকে তিনি উপস্থিত লোকজনদেরকে বলেন, আজ থেকে এই বাজারে আমি টাকা উঠানো শুরু করব বাজার আমার নিয়ন্ত্রণে চলবে আমি জাহাঙ্গীর যতদিন বেঁচে থাকবো ততদিন এটা আমিই দেখব। দোকানদার ভাইয়েরা, আপনারা আজ থেকে খাজনা দেওয়া শুরু করবেন। আমার লোকজন খাজনা ওঠাতে যাবে কেউ যদি কোন ঝামেলা করে তাহলে খবর আছে। কেউ যদি প্রতিহত করতে আসে তাহলে সে অনেক ক্ষতির শিকার হবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কেউ কোন ঝামেলা করবেন না।

সূত্র: https://youtu.be/_bi3HKjX0No?si=J2IrGgrNmEz28GL9

×