ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সাদিকুর রহমান খান

রেড লাইন ক্রস করা মানে পুরুষের সামনে দুইটা অপশন, হয় মারা নাহয় মরা

প্রকাশিত: ২১:০১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রেড লাইন ক্রস করা মানে পুরুষের সামনে দুইটা অপশন, হয় মারা নাহয় মরা

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনায় এক ব্যক্তি তার স্ত্রীর ধর্ষককে হত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

সাদিকুর রহমান খান নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে লেখেন, "সারাদিনের মধ্যে এই একটি খবরেই স্বস্তি পেয়েছি। কারণ, যখন রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হয়, তখন একজন পুরুষের শেষ দায়িত্ব প্রতিশোধ নেওয়া।" তিনি দাবি করেন, অতীতে প্যাট্রিয়ার্কির শক্ত অবস্থান থাকায় নারীদের ওপর সহিংসতা কম ছিল। তবে বর্তমান সমাজে পুরুষরা আগ্রাসনহীন হয়ে পড়েছে, যা এমন অপরাধ বৃদ্ধির কারণ হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি বলেন, এরা ধর্ষণ বা শ্লীলতাহানিকে দেখে আর দশটা অপরাধের মতো। অথচ কোন মেয়ের গায়ে হাত দেওয়া মানে পুরুষের কাছে একটা রেড লাইন। এই লাইন ক্রস করা মানে পুরুষের সামনে দুইটা অপশন থাকে, হয় মারা, নাহয় মরা।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1E6ufioX6N/

মারিয়া

×