ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

৪ আগস্ট পার্টি অফিসে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ করে নিষিদ্ধ ছাত্রলীগ: রনি

প্রকাশিত: ২০:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

৪ আগস্ট পার্টি অফিসে তুলে নিয়ে তরুণীকে ধর্ষণ করে নিষিদ্ধ ছাত্রলীগ: রনি

ছ‌বি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ৪ আগস্ট চাষাড়ায় আন্দোলনে অংশগ্রহণ করার কারণে এক বোনকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে ছাত্রলীগ ধর্ষণ করে। 

সেই বোনের বক্তব্য শুনে গুজবাম্প হলো। তার অভিযোগ সমন্বয়করা সবাই জানতো। কিন্তু এখনো ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। অথচ কাওকে বিচারের আওতায় আনা হলো না।

৬ মাস পর, জনতার জন্য ক্ষমতা নাকি ক্ষমতার জন্য জনতা এখন এই প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আর কত প্রাণ দিতে হবে বিচার পাওয়ার জন্য?

রাজনৈতিক দলগুলো ড.ইউনূসের সাথে বৈঠকে বসে বিচারের দাবি না তুলে কী নিয়ে আলাপ করে? দলগুলোর প্রতিনিধিরা মাইকের সামনে যে বলে জনতা নির্বাচন চায়, নির্বাচন চায়। কেউ কি বলে না জনতা শহীদ, গাজীদের জন্য বিচার চায়, এই বোনের ধর্ষকদের বিচার চায়।  

দলগুলো কি আসলেই জনতার ডিমান্ড কে বাস্তবায়ন করতে চায় নাকি জনতার মাথায় কাঠাল ভেঙ্গে শুধুই ক্ষমতা আর স্বার্থসিদ্ধি করতে চায়। এই উত্তরই বা কে দেবে? কে নেবে দায়?

 

সূত্রঃ https://www.facebook.com/share/1DHYRq5TmS/

রিফাত

×