ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সেজন্য ষড়যন্ত্র চলছে

প্রকাশিত: ১৯:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, সেজন্য ষড়যন্ত্র চলছে

ছবিঃ সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘তারেক রহমান যাতে এ দেশের প্রধানমন্ত্রী হতে না পারেন, সেজন্য ষড়যন্ত্র চলছে। আমরা সাবধান করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তারেক রহমান এ দেশে বীরের বেশে আসবেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এ দেশের প্রধানমন্ত্রী হবেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরো বলেছেন, ‘ড. ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কারের নামে কালক্ষেপণ করে দিনের পর দিন সরকারে থাকায় প্রমাণ হচ্ছে এই সরকারের মধ্যে আওয়ামী লীগের ভূত ঢুকেছে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া খেলার মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিনা ভোটে ক্ষমতায় থাকবেন, জবাবদিহিতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করুন।’ তিনি সংস্কার কমিটিতে থাকা ব্যক্তিদের উদ্দেশ করে বলেন, ‘সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়িতে চেপে যথেষ্ট আরাম আয়েশেই আছেন। আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে।

মুহাম্মদ ওমর ফারুক

×