ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মহানবী (সা.)-কে কটূক্তি, নায়েম থেকে সরিয়ে দেয়া হলো শিক্ষা কর্মকর্তাকে

প্রকাশিত: ১৮:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

মহানবী (সা.)-কে কটূক্তি, নায়েম থেকে সরিয়ে দেয়া হলো শিক্ষা কর্মকর্তাকে

ছ‌বি: সংগৃহীত

ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তারের পর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম) থেকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ কবি সোহেল হাসান গালিবকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তার প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রকাশনা প্রতিষ্ঠান উজান থেকে প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা নিয়ে সমালোচনা শুরু হয়। কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে মহানবী (সা.)-কে ‘কটাক্ষ’ করার অভিযোগ ওঠে। পরে ধর্মীয় অবমাননার অভিযোগে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি রাতে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও তাকে প্রেষণ প্রত্যাহার করে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে।
 

রিফাত

×