ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সাদিকুর রহমান খান

পুলিশ যদি কাজ না করে, পুলিশ বাহিনী এইবার বিলুপ্ত করেন

প্রকাশিত: ১৭:২০, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশ যদি কাজ না করে, পুলিশ বাহিনী এইবার বিলুপ্ত করেন

ছবিঃ সংগৃহীত।

অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান এর ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, পুলিশ যদি কাজ না করে পুলিশ বাহিনী এইবার বিলুপ্ত করেন। মানুষ নিজেদের মতো সংগঠিত হয়ে গণবাহিনী বানাইয়া নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করুক। স্বরাষ্ট্র উপদেষ্টার কোন আলাচালা নাই। অথচ এই লোকটার এই পদে থাকার মিনিমাম যোগ্যতাও নাই, কখনও ছিলোও না। কথায় কথায় খালি বলেন যে আপনাদের ক্ষমতার লোভ নাই। 

তিনি আরও লিখেন, সেইম কথা তো হাসিনাও বলতো ভাই। বলে টলে আবার ঠিকই পদে বসে থাকতো। আপনারাও ঠিক তাই করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টারে এখনও সরানো হচ্ছে না কেন? নাকি উনিও হাসিনা, যার কোন বিকল্প নাই? এইসব হাসিনাগিরি বাদ দেন। ৬ মাস কম সময় না। মানুষ আপনাদের অনেক সময় দিছে। তাই বলে এই সময় দেওয়াকে অসীম ভাইবেন না। পেটে খুদা আর বাসায় মেয়েদের নিরাপত্তা, এই দুইটাতে টান পড়লে মানুষ আর মানুষ থাকে না, ধ্বংসতারা হয়ে সবকিছু ধ্বংস করা শুরু করে। ঐ ধ্বংসের মুখে পড়তে না চাইলে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। নাহলে জনগণ কখন যে আপনাদের নিরাপত্তা ধ্বংস করে ফেলবে, টেরও পাবেন না।

সাদিকুর লিখেন, রেড টেরর শুরু হয়ে গেছে। ঝিনাইদহে ৩ জনকে গুলি করে মেরে দায় স্বীকার করা হয়েছে। এখন পর্যন্ত খুনি ধরা পড়ে নাই। একের পর এক ধর্ষণের খবর আসতেছে। আর সারা দেশে এক যোগে শুরু হয়েছে ডাকাতির উৎসব। বহু বছর পর বাংলাদেশের মানুষ রাতে ঘর থেকে বের হতে ভয় পাইতেছে। বহু বছর পর এই দেশের মানুষ তরুণী মেয়েদের বাসায় রাখতে ভয় পাইতেছে। ব্যাপারটা আসলে অপরাধের জন্য না। অপরাধের ধরণের জন্য। লিটারালি উৎসব করে করে ডাকাতি আর ছিনতাই হইতেছে। পুলিশ কাজ করছে না। ৬ মাস তো গেল। আর কত? 

মুহাম্মদ ওমর ফারুক

×