ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে, জানালেন ট্রাম্প

প্রকাশিত: ১৬:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে, জানালেন ট্রাম্প

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। তিনি অভিযোগ করেন, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে, যার নাম কেউ শোনেনি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন গভর্নরদের কর্ম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ছোট প্রতিষ্ঠান, যেখানে মাত্র দুজন কর্মী রয়েছে, তারা হঠাৎ এত বড় অঙ্কের অর্থ পেয়েছে। তিনি ব্যঙ্গ করে বলেন, প্রতিষ্ঠানটির কর্মীরা নিশ্চয়ই খুব খুশি এবং দ্রুত ধনী হয়ে উঠবে। এমনকি তিনি মজা করে বলেন, শিগগিরই তারা কোনো নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে স্থান পাবে কারণ তারা এখন ‘সফল’।

এছাড়া, ট্রাম্প জানান, ভারতকেও ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য। তবে ভারত সরকার এই তথ্য অস্বীকার করে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নির্বাচন সংক্রান্ত সহায়তা নেয়নি। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ২০২২ সালে বাংলাদেশকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল, যা ইউএসএআইডির 'আমার ভোট আমার' ও 'নাগরিক প্রকল্পের' আওতায় ছিল। ট্রাম্পের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মার্কিন সহায়তার অর্থ কীভাবে বিতরণ হয় এবং তা কোন প্রকল্পে ব্যয় হয়, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1A6CbhhM1L/

মারিয়া

×