ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

একের পর এক ধর্ষণের খবর আসতেছে: সাদিকুর

প্রকাশিত: ১৫:০৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

একের পর এক ধর্ষণের খবর আসতেছে: সাদিকুর

বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সাদিকুর রহমান খান বলেছেন, রেড টেরর শুরু হয়ে গেছে।

আজ শনিবার ( ২২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাদিকুর এ কথা জানান।

সাদিকুর তার পোস্টে বলেন,রেড টেরর শুরু হয়ে গেছে।ঝিনাইদহে ৩ জনকে গুলি করে মেরে দায় স্বীকার করা হয়েছে।এখন পর্যন্ত খুনি ধরা পড়ে নাই।

একের পর এক ধর্ষণের খবর আসতেছে উল্লেখ করে তিনি আরো বলেন,আর সারা দেশে এক যোগে শুরু হয়েছে ডাকাতির উৎসব।বহু বছর পর বাংলাদেশের মানুষ রাতে ঘর থেকে বের হতে ভয় পাইতেছে।বহু বছর পর এই দেশের মানুষ তরুণী মেয়েদের বাসায় রাখতে ভয় পাইতেছে।ব্যাপারটা আসলে অপরাধের জন্য না। অপরাধের ধরণের জন্য। লিটারালি উৎসব করে করে ডাকাতি আর ছিনতাই হইতেছে।

তিনি আরো বলেন, পুলিশ কাজ করছে না। ৬ মাস তো গেল। আর কত?পুলিশ যদি কাজ না করে পুলিশ বাহিনী এইবার বিলুপ্ত করেন। মানুষ নিজেদের মতো সংগঠিত হয়ে গণবাহিনী বানাইয়া নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করুক।

ফুয়াদ

×