ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

সব পার্টি কথায় কথায় কয় জনগণ এইডা চায় হেইডা চায়

এই জনগণ টা আসলে কে?: তাশরিফ খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৫

সব পার্টি কথায় কথায় কয় জনগণ এইডা চায় হেইডা চায়

রাজনৈতিক দলগুলোর অভিযোগ জনগণ ঘনঘন বিভিন্ন অধিকার আদায়ের দাবি জানায়। তবে সে দাবি কোথায় বা কার কাছে জানায় সে বিষয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে আলোচিত সমাজকর্মী ও সংগীতশিল্পী তাশরিফ খান। 
শনিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেইজ থেকে করা একটি পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন। 
তাশরিফ লিখেছেন, ‘সব পার্টি কথায় কথায় কয় জনগণ এইডা চায় হেইডা চায়! এই জনগণ টা আসলে কে? এরা কই গিয়া এইসব চায়? কোন অফিসে গিয়ে চায় নাকি দলের প্রধানকে কল দিয়া চায় নাকি মনে মনে চাইলেও এটা পার্টি বুঝতে পারে?’

তার দাবি, সে নিজেও জনগণের মধ্যে পড়লেও বাকী সবার মতো কোনো দাবি জানাতে পারছেন না। কারণ তিনি জানেনই না কার কাছে বা কিভাবে দাবি উত্থাপন করছে জনগণ। 

এই ফেসবুক স্ট্যাটাসে তাশরিফ খান মূলত রাজনৈতিক দলগুলোর জনগণের বিভিন্ন দাবি জানানোর বিষয়ে নেতিবাচক মনোভাবের সমালোচন করেছেন খুবই কৌশলগতভাবে। 

তিনি মজার ছলে আরও বলেন, ‘না মানে আমি তো পলিটিক্স বুঝি কম, আমি চাইছিলাম জাস্ট একটা বিয়া করতে! যেহেতু পার্টি শুধু জনগণ এর চাওয়া পাওয়া তে গুরুত্ব দেয় সো আমার চাওয়ার ব্যাপার টা কি কোন পার্টি গুরুত্বের সাথে আলোকপাত করবেন?’

মুমু

×