ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সকল কৃতিত্ব তাদের: রনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত দাবি করে ২১ শে ফেব্রুয়ারির সকল কৃতিত্ব তাদের: রনি

জামায়াতে ইসলামীর দাবি তৎকালীন জামায়াতের প্রধান নেতা গোলাম আযমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। 
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি। 

তিনি বলেন, ‘ইতিহাসে এই প্রথমবার জামায়াতের নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি পালিত হতে যাচ্ছে। এর কারণ জামায়াত মনে করে একুশে ফেব্রুয়ারির সমস্ত কৃতিত্ব তাদের। কারণ তাদের প্রধানতম নেতা গোলাম আযম সাহেব ছিলেন ভাষা সৈনিক। এবং ঐ সময় তিনি ডাকসু'র নির্বাচিত সদস্য ছিলেন। ফলে জামায়াতের দাবি গোলাম আজমের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। তাই আমরা এতদিন ভাষা আন্দোলনের যে ইতিহাস পড়ে এসেছি সেটাকে জামায়াত একটি নতুন রূপে উপস্থাপন করতে যাচ্ছে।’

জামায়াতের মুক্তিযুদ্ধ নিয়ে নতুন চিন্তাধারা সম্পর্কে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘জামায়াত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নতুনভাবে চিন্তা করেন। মুক্তিযুদ্ধ কেন হয়েছিলো, কিভাবে হয়েছিলো। তারা কেন করেনি, এগুলো নিয়ে তারা একটা নতুন ইতিহাস রচনা করতে চায়। তারা একটা নতুন বিশ্বাস বাংলাদেশে প্রতিষ্ঠা করছে। 
ফলে এতদিন যেই সর্বজনীন ইতিহাস রয়েছে, সেটার সাথে জামায়াতের নতুন ইতিহাসের একটা সংঘর্ষ চলছে।’

মুমু

×