ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করলো ভারত

প্রকাশিত: ১১:০২, ২২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশকে সন্ত্রাসবাদ ইস্যুতে সতর্ক করলো ভারত

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশকে সতর্কবার্তা দিয়েছে ভারত। গত সপ্তাহে ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর-এর বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করার ইস্যুতে এই সতর্কবার্তা দেওয়া হয়।  

শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামধীর জাসওয়াল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্ক আলোচনায় এসেছে কি না, এটি একটি বিষয়। তবে সার্কের প্রসঙ্গটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উপস্থাপন করেছেন। দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কী ধরনের কর্মকাণ্ড সার্ককে থমকে রাখার জন্য দায়ী।  

তিনি আরও বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ সন্ত্রাসবাদকে হালকাভাবে নেবে না।

ভারতের এই সতর্কবার্তা মূলত আঞ্চলিক নিরাপত্তা ও সার্কের কার্যকারিতা পুনরুদ্ধারের জন্য দেওয়া হয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

শিলা ইসলাম

×