ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ইতালিতে আতঙ্কে দিন কাটাচ্ছে বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ইতালিতে আতঙ্কে দিন কাটাচ্ছে বাংলাদেশিরা

দালাল চক্রের বিরুদ্ধে গ্রেফতার অভিযান শুরু করেছে ইতালির প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুই বাংলাদেশি এবং ঢাকায় ইতালি দূতাবাসের তিন কর্মকর্তাকে রোম থেকে গ্রেফতার করেছে ইতালির পুলিশ। 

গ্রেফতারিদের মধ্যে দুইজনকে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকী তিনজনকে করা হয়েছে গৃহবন্দী। এসব দালালদের খপ্পরে পরে বহু অর্থ হারিয়েছেন হাজারও বাংলাদেশি। 

ইতালির বর্তমান সরকার দলীয় এক এমপিকে ২৫ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেয়া হয়, যাতে তিনি ঢাকায় জমাকৃত শত শত ভুয়া ফাইল যাচাই বাছাই না করেই ছেড়ে দেওয়ার নির্দেশনা দেন। কিন্তু ঐ এমপি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজেই তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে অপরাধীদের গ্রেফতার করা হয়। এই সংবাদে ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন প্রদেশে অবস্থানরত বাংলাদেশি ইমিগ্রেশন দালালরা আতঙ্কে দিন কাটাচ্ছে। ধারণা করা হচ্ছে এই অভিযানে আরও অনেক বাংলাদেশি গ্রেফতার হতে পারে।

মুমু

×