ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ভাষা আন্দোলন আমাদের সংগ্রামের সাহস যোগায়: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ২১:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ভাষা আন্দোলন আমাদের সংগ্রামের সাহস যোগায়: প্রধান উপদেষ্টা

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভাষা আন্দোলন আমাদের সংগ্রাম ও প্রতিরোধে সবসময় শক্তি ও সাহস যোগায়। তিনি আরও উল্লেখ করেন যে, ইংরেজি শিখলেও বাংলা ভাষা ভুলে যাওয়া যাবে না।

এছাড়া মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “জাতির অগ্রগতি ভাষার গুরুত্বের ওপর নির্ভরশীল। প্রযুক্তি ও বিশ্ব নেতৃত্বে এগিয়ে যাওয়া জাতির ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়, আর সবাই সে ভাষা শেখার জন্য চেষ্টা করে।” তিনি মাতৃভাষা সংরক্ষণে গবেষণার স্বীকৃতি হিসেবে কিছু ব্যক্তিকে মাতৃভাষা পদক প্রদান করেন।

এ সময় প্রধান উপদেষ্টা আরো বলেন, “মাতৃভাষা মানুষের পরিচয়ের মূল অঙ্গ। সবাইকে তাদের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে। এ ছাড়া, থ্রি জিরো তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন অসম্ভব।” তিনি বলেন, “কাউকে পিছনে রেখে উন্নয়ন সম্ভব নয়।”

আসিফ

×