ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একুশের চেতনারই ফসল: কাদের গনি চৌধুরী

প্রকাশিত: ২০:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:০৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একুশের চেতনারই ফসল: কাদের গনি চৌধুরী

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘একুশের মর্মবাণী হচ্ছে মাথা নত না করা, অধিকার আদায় করা এবং দেশের মালিকানা নিজেদের হাতে রাখা।’

বুধবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ১৭ বছর ধরে একুশের চেতনা ভুলুণ্ঠিত হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যা একুশের আত্মত্যাগের চেতনার সাথে বিশ্বাসঘাতকতার শামিল।’

তিনি আরও বলেন, ‘একুশ আমাদের শুধু ভাষার অধিকারই দেয়নি, বরং স্বাধীনতা আন্দোলনের ভিত্তিও গড়ে দিয়েছে। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রেরণা যুগিয়েছে। কিন্তু দুঃখজনকভাবে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভোটারবিহীন নির্বাচন, মধ্যরাতের ভোট ডাকাতি, এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঘটনা একুশের চেতনাকে ম্লান করেছে।’

এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করলেই একুশের চেতনাকে পূর্ণতা দেওয়া সম্ভব হবে।’

আসিফ

×