ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শহীদ মিনারে জুতা পায়ে দুই পুলিশ কর্মকর্তা!

প্রকাশিত: ১৯:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ মিনারে জুতা পায়ে দুই পুলিশ কর্মকর্তা!

ছবি: সংগৃহীত

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতির সর্বস্তরের মানুষ যখন শহীদ মিনারে সমবেত হয়, তখন এক বিতর্কিত ঘটনা সবার নজর কাড়ে। পুলিশের দুই সদস্যকে শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই পুলিশ সদস্যের মধ্যে একজন বুট জুতা পরা অবস্থায় এবং অন্যজন কেডস (জুতা) পায়ে রেখেই শহীদ মিনারে অবস্থান করেন। এ ঘটনাকে ভাষা শহীদদের প্রতি ‘চরম অবমাননা’ বলে উল্লেখ করেছেন অনেকেই। 

সাধারণত শহীদ মিনারে প্রবেশের আগে জুতা খোলা হয়, যা শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে বিবেচিত। অথচ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই যদি সেই শিষ্টাচার লঙ্ঘন করেন, তবে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

আসিফ

×