ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

হারকিউলিসকে ফিরিয়ে আনার চেষ্টা নিয়ে যা বললেন সাদিকুর!

প্রকাশিত: ১৮:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

হারকিউলিসকে ফিরিয়ে আনার চেষ্টা নিয়ে যা বললেন সাদিকুর!

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক সাদিকুর রহমান খান তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বুলেছেন, ধর্ষণের ঘটনায় সবাই বিচার না চেয়ে হারকিউলিসের ফিরে আসা চাইছেন। অন্যদিকে, বিচার করা হচ্ছে না, দোষীদের ধরা হচ্ছে না বা ধরলেও ছেড়ে দেওয়া হচ্ছে কেন জানেন?  ঐ হারকিউলিসকে ফিরিয়ে আনার গ্রাউন্ড তৈরির জন্যই। হারকিউলিস

তিনি আরো লিখেছেন, হারকিউলিস আসবে আমার আপনার ইচ্ছাতেই। কিন্তু আমার আপনার ইচ্ছাতে কিন্তু সে আর যাবে না। এই হারকিউলিসই গত ১৫ বছর ২০০০ লোককে মেরে ফেলেছিল। কাউকে রেপিস্ট বলে, কাউকে জঙ্গি বলে, কাউকে বা চাঁদাবাজ বলে। 

টেকনাফের কাউন্সিলর একরামের কথা মনে আছে? একরামের মেয়েটা বলেছিলো, বাবা, তুমি কান্না করতেছো যে? সভ্য সমাজ বিচার চায়। অসভ্য সমাজ চায় হারকিউলিস। ক্ষমতা একটা রঙ্গমঞ্চ। আর আমরা? আমরা হলাম অভিনেতা।

 

রিফাত

×