ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাজেয়াপ্ত হতে বাঁচতে

আ.লীগের মন্ত্রী-এমপিদের টাকা বিনিয়োগ হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে

প্রকাশিত: ১৪:১৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের মন্ত্রী-এমপিদের টাকা বিনিয়োগ হচ্ছে বড় বড় কোম্পানিগুলোতে

ছবি: সংগৃহিত।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কিংবা আত্মগোপনে থাকা আওয়ামী নেতাদের নামে ও বেনামে হাজার হাজার কোটি টাকা দেশের বড় বড় কোম্পানিগুলোতে জমা রাখা হচ্ছে, যার মাধ্যমে তারা নিজেদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করছেন। এসব কোম্পানিগুলো এখন বিপুল বিনিয়োগ পেয়ে সুবিধা পাচ্ছে এবং পোয়াবারো অবস্থায় রয়েছে।

সরকারের পটপরিবর্তনের পর নেতারা যেভাবে পেরেছেন, তেমনিভাবে নিজেদের নগদ অর্থ কিংবা মূল্যবান সম্পদ দেশের বাইরে সরিয়ে নিয়েছেন। অনেকেই এই অল্প সময়ে অর্থ সরাতে পারেননি, কারণ তারা নিজেদের এবং পরিবারের নিরাপত্তার কথা ভাবতে ব্যস্ত ছিলেন।

এবার এসব নেতাদের পাশে দাঁড়িয়েছে বড় বড় কোম্পানিগুলো। কারণ, যখন বড় গ্রুপ অব কোম্পানির একাউন্টে টাকা জমা থাকে বা তাদের জিম্মায় সম্পদ রাখা হয়, তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা আসে না। তাই বিনিয়োগের নামেই হোক বা টাকার নিরাপত্তার জন্য, অর্থ কোম্পানিগুলোতে সরিয়ে রাখার চেষ্টা চলছে, যাতে নেতারা হাত ছেড়ে বাঁচতে পারেন।

গত ১৫ বছরে আওয়ামী সরকারের অধীনে বড় বড় কোম্পানিগুলো সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এবং সম্পদের পাহাড় তৈরি করেছে। এখন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের টাকা নিরাপদ রাখতে সহযোগিতা করার জন্য এসব কোম্পানিগুলো এগিয়ে এসেছে।

বিদেশে পলাতক নেতারা দেশে ফিরে না আসলে কিংবা বড় ধরনের সাজার আওতায় পড়লে, তখন এসব কোম্পানির লাভবান হবে। এ কারণে এসব কোম্পানিগুলোর একাউন্টে টাকা জমা হচ্ছে।

এছাড়া, নতুন ব্যবসা চালু করা কোম্পানি থেকে শুরু করে ভারত ও আশেপাশের দেশগুলোতে ব্যবসায়ী বাজার সৃষ্টি করা কোম্পানিগুলোর নামও রয়েছে, যারা এসব নেতাদের কালো টাকা বিনিয়োগের ব্যবস্থা করেছে।

সূত্র: https://www.youtube.com/watch?v=eYB8ZWEvozA

সায়মা ইসলাম

×