ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

এটা একটা অসভ্যতা! একটা ক্রিমিনাল অফেন্স! : মির্জা গালিব 

প্রকাশিত: ১৩:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

এটা একটা অসভ্যতা! একটা ক্রিমিনাল অফেন্স! : মির্জা গালিব 

ছবি: সংগৃহীত

ছাত্রদল এবং ছাত্রশিবির প্রসঙ্গে এটি একটি অসভ্যতা এমন মন্তব্য করেন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক শিবির সদস্য মির্জা গালিব। 

সম্প্রতি একটি অনলাইন টকশোতে উপস্থিত ছিলেন মির্জা গালিব এবং সুপরিচিত উপস্থাপক খালেদ মুহিউদ্দিন। 

এক প্রসঙ্গে মির্জা গালিবের এক ফেসবুক পোস্ট কে কেন্দ্র করে খালেদ মুহিউদ্দিন তাকে প্রশ্ন করেন, জামায়াতের কোন কাজে শিবিরের পেশি শক্তি লাগে?  

সেই প্রশ্নের জবাবে মির্জা গালিব বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের একটা পারসেপশন আছে। বড় রাজনৈতিক দলগুলো চিন্তা করে যদি ছাত্র সংগঠন ক্যাম্পাসে স্ট্রংলি অপারেট করে তারা শক্তিশালী হলে, বিরোধী দল ক্ষমতায় গেলে তাদের জন্য সহায়ক হবে। 

তিনি আরো বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে যে ফ্রেমওয়ার্কটা কাজ করছে বিশেষ করে জুলাই অক্টোবরের পরবর্তী সময় থেকে, এই ফ্রেমওয়ার্কটা ভুল। 

একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি উদাহরণ হলো যখন বিএনপি বিরোধী দলে ছিল, আওয়ামী লীগ অপারেশন চালাচ্ছিল, তখন ছাত্রদলের পেশী শক্তি দিয়ে আপনি সেই অপারেশন ওভারকাম করতে পারেননি। একইভাবে, এটি ছাত্রশিবিরের জন্যও প্রযোজ্য। জামায়াতের নেতাদের যখন আওয়ামী লীগ অন্যায় বিচারের মাধ্যমে ফাঁসি দিয়েছিল, তখন সেটার বিরুদ্ধে ছাত্রশিবির কী করেছে? কিছুই করতে পারেনি! বরং, তখন অভ্যুত্থান সম্ভব হয়েছে তখনই, যখন জনগণের বিশাল অংশ রাস্তায় নেমেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তখন সফলতা এসেছে। 

পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। ছাত্রদল আগের মতো রাজনীতি করলে হবে না। জামায়াতের চিন্তা করা উচিত শিবির আগের মতো রাজনীতি করলে হবে না। 


রাজনৈতিক ফ্রেমওয়ার্কের কথা তুলে তিনি বলেন, এখন এমন একটা রাজনৈতিক ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, যেখানে পাওয়ার দেখানো হবে না। যেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র আরেকজন ছাত্রকে ফিজিক্যালি টর্চার করবে না। এটা একটা অসভ্যতা! এটা একটা ক্রিমিনাল অফেন্স!

শিলা ইসলাম

×