ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আগে ছিল হেলমেট বাহিনী, হাতুড়ি লীগ আর এখন রামদা-দল: ডঃ শফিকুল

প্রকাশিত: ১২:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আগে ছিল হেলমেট বাহিনী, হাতুড়ি লীগ আর এখন রামদা-দল: ডঃ শফিকুল

ছবি: সংগৃহীত

মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য রাখা কালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন জামায়াত নেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ। 

তিনি বলেন অন্যায়ের কাছে মাথা নত না করার এই সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। এই দেশে আবার যদি কেউ চাঁদাবাজির সংস্কৃতি চালু করতে চায় তাকেও আমরা প্রতিরোধ করব। 

তিনি আরো বলেন, আমরা খুব দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে, দ্রুততম সময়ের মধ্যে এই সরকারকে ব্যর্থ করে, সংস্কার কে ব্যাহত করে, যে কোন উপায়ে একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে, কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য এটা বাস্তবায়ন করতে চায়।  

পরিণতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার পরিণতি আমাদের কুয়েট। ছাত্রদের রক্তাক্ত করা হলো আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুড়ি লীগ। আর এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ ঘটছে। ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। 

বিগত ১৫ বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ বছরে যারা মাদ্রাসায় কোন প্রকার হামলা করার সাহস পাননি। সেই ফ্যাসিবাদকে পেছনে রেখে নতুন এমন কোন ফ্যাসিবাদের জন্ম হলো যারা মাদ্রাসায় আঘাত করার সাহস পাচ্ছে।

শিলা ইসলাম

×