ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

(সিআইসি) মহাপরিচালক

বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক স্ক্যাম বাংলাদেশে হয়েছে

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১১:৩৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক স্ক্যাম বাংলাদেশে হয়েছে

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষ অলিগার্কদের ব্যাংক লুট, কর ফাঁকি এবং অর্থপাচারের বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন দুই আয়কর কমিশনার। ট্যাক্স কমিশনার আহসান হাবিব জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক বলেন, বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক স্ক্যাম বাংলাদেশে হয়েছে , তিনি আরও  জানান, চট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ এস আলমের ব্যাংক লুট বিশ্বে সবচেয়ে বড় স্ক্যাম। এই গ্রুপ একাই দখল করেছে অর্ধডজনের বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সেগুলো থেকে লুটে নিয়েছে জনগণের লাখ কোটি টাকা।

এ বিষয়ে আয়কর গোয়েন্দাদের এক কর্মশালায় তাদের অভিযোগ, ব্যাংক কর্তারা এস আলমের এসব অপরাধে সহায়তা করেছে এবং এখনো তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি এস আলমের কর ফাঁকি ও অর্থপাচারের তদন্ত করছে এবং এখন পর্যন্ত দুই লাখ ৪২ হাজার কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে। কমিশনাররা আশঙ্কা প্রকাশ করেন, রাজনৈতিক শক্তি ক্ষমতায় এলে এসব অলিগার্কদের আরো শক্তিশালী আঁতাত হবে।

জাফরান

×