ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ অর্থে কোনো রাজনৈতিক দল নয়: আমির

প্রকাশিত: ১১:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ অর্থে কোনো রাজনৈতিক দল নয়: আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ অর্থে কোনো রাজনৈতিক দল নয়। আমাদের অঙ্গীকার হচ্ছে সমাজ পরিবর্তন। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি কল্যাণধর্মী রাষ্ট্র গঠন। আমাদের অঙ্গীকার হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গঠন।  

সম্প্রতি, ম্যাডিকেল ক্যাম্পের  উদ্বোধনী আয়োজনের এসব কথা বলেন তিনি। 

মানুষ হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই, দল হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। সেই ক্ষেত্রে, আপনারা সহযোগিতার পাশাপাশি আমাদের ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেও সহযোগিতা করবেন এটিও আপনাদের প্রতি আমাদের আহ্বান।  

মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ আপনাদের মাধ্যমেই আমাদের কথাগুলো জাতির কাছে পৌঁছায়। এজন্য, আপনাদের ধৈর্যের জন্য, সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।  

শিলা ইসলাম

×