ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

৫২ আমাদের গৌরবময় আন্দোলন সংগ্রামের ইতিহাসের প্রথম সোপান: নাহিদ

প্রকাশিত: ১০:২৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২৫

৫২ আমাদের গৌরবময় আন্দোলন সংগ্রামের ইতিহাসের প্রথম সোপান: নাহিদ

ছবি: সংগৃহিত।

উপদেষ্টা নাহিদ ইসলাম আজ (২১ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস স্মরণ করেন। তিনি লেখেন, “৫২ আমাদের গৌরবময় আন্দোলন সংগ্রামের ইতিহাসের প্রথম সোপান। শাসকের চোখরাঙানি উপেক্ষা করে যেদিন এদেশের ছাত্রসমাজ মাতৃভাষায় কথা বলার অধিকার আদায় করে নিয়েছিল, সেদিন থেকেই আমরা অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন।”

তিনি আরও বলেন, “কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদ ও সংগ্রামীদের, যাঁরা প্রজন্ম থেকে প্রজন্মে অধিকার আদায়ের লড়াইয়ে নামার শক্তি যুগিয়ে চলেছেন।”

উপদেষ্টা নাহিদ ইসলামের এই পোস্টে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ পাওয়া যায়।

সায়মা ইসলাম

×