ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

মৌলিক জায়গাতে সংস্কার না করলে ’যে লাও সেই কদু’

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:৪১, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৪:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

মৌলিক জায়গাতে সংস্কার না করলে ’যে লাও সেই কদু’

ছবি: সংগৃহীত

ড. আব্দুল মান্নান বলেন,  বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, জামায়াত ইসলামী, বিএনপিসহ অন্যান্য সকল রাজনৈতিক দল গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে গেছে। সবাই এটার সংস্কার চায়। সংস্কার চায়না বাংলাদেশের এমন কোন জনগণ নেই। সুতরাং সংস্কার কে কতটুকু চান। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। মৌলিক জায়গাতে সংস্কার করে না আসি তাহলে 'যে লাও সেই কদু' হতে পারে।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশে তিনবার ক্ষমতায় এসেছে। সেই বিএনপি যদি তরুণদের বুঝতে না পারে। তাহলে বুঝতে হবে যে, একটা গ্যাপ তৈরি হতে পারে। বিগত ১৬ বছরে বিভিন্ন ভাবে আমরা আওয়ামী সরকারকে পতনের চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা পারিনি। 

ড. আব্দুল মান্নান, আজ যাদের দিকে আমরা আঙ্গুল তুলে কথা বলছি। তারাই কিন্তু আমাদের দ্বিতীয় স্বাধীনতা তারাই এনে দিয়েছে। এটি তাদের অর্জন। এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।  আর এই অর্জনের পেছনে কিন্তু আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল।

তিনি আরোও বলেন,  বিএনপির মহাসচিব অনেক জায়গায় সরকারের পলিসি বা নির্বাচন কমিশনের পলিসির সাথে দ্বিমত পোষন করেছেন। অবশ্যই দ্বিমত পোষন করা যায়। কিন্তু দ্বিমত পোষন করতে গিয়ে জনগণের চাওয়ার বিরুদ্ধে চলে গেলে এটা খারাপ হয়। 

 

শহীদ

×