ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

শরিফুল রোমান, মুকসুদপুর :

প্রকাশিত: ০১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৪:৩০, ২১ ফেব্রুয়ারি ২০২৫

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

 


গোপালগঞ্জের মুকসুদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পমাল্য  অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


মুকসুদপুর উপজেলা প্রশাসন পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন।

রাত ১২টা ১ মিনিটে প্রথমে মুকসুদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক তাসনিম আক্তার, উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি তাসনিম আক্তার ও সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা  শিল্পকলা একাডেমি, মুকসুদপুর পুলিশ ষ্টেশনের পক্ষে মোঃ মোস্তফা কামাল, শহীদ মিনারে পুষ্পমাল্য  অর্পণ করেন। 
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজুর নেতৃত্বে উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনে পক্ষ থেকে ফুল দেন।
এরপর মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 
সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়, পান্নু স্পোর্টস একাডেমিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণী পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদী। উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

সাজিদ

×