ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

আসামি বিদ্যুৎ-কবীরের বিচার চান জুলাই বিপ্লবে চোখ হারানো দুর্জয়

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০০:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আসামি বিদ্যুৎ-কবীরের বিচার চান জুলাই বিপ্লবে চোখ হারানো দুর্জয়

ছবি: সংগৃহীত

মামলা হওয়ার পরও গ্রেপ্তার না হওয়া ও মামলা তুলে নিতে চাপ দেয়ায় আসামি বিদ্যুৎ ঘোষ ও কবীর আহমেদের বিচার চেয়েছেন গত ২০শে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত দুর্জয় আহমেদ। 

তিনি বলেন, গত জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলনে যোগ দিই। আন্দোলন চলাকালীন গত ২০শে জুলাই সকালে মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় আন্দোলনকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। সেই গুলিতে আমি দুই চোখের দৃষ্টিশক্তি হারায়। মাথায়ও আঘাতপ্রাপ্ত হই। এর  প্রেক্ষিতে দেশ স্বাধীন হওয়ার পর আমি শেখ হাসিনাসহ ৫০/৬০ জনকে আসামি করে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করি (মামলা নং-২৬/১১)।  

কিন্তু মামলার এজাহারভুক্ত আসামীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে। আমার উপর হামলাকারীরা এখনো বিচারের আওতায় আসেনি। উপরন্তু এজাহারভুক্ত আসামিদের মধ্যে বিদ্যুৎ ঘোষ ও কবীর আহমেদ প্রায়ই আমার বাসায় লোক পাঠিয়ে মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। 

আমি মামলা তুলে নিচ্ছি না বলে এখন আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টা  ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি বিদ্যুৎ ঘোষ ও কবীর আহমেদসহ এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক। তিনি বলেন, এই কবির আহমেদ ও বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে বিধবার অর্থ আত্মসাৎ, জালিয়াতি, প্রতারণা, অর্থ পাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি’র বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সাইফুল ইসলাম বলেন, শুধু জুলাই বিপ্লবের আসামিদের আইনের আওতায় আনতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সার্বক্ষণিক দুটি টিম স্ট্যান্ডবাই রাখা হয়েছে। এরপরও সকলকে বলা হয়েছে- কেউ যদি কোনো অপরাধীর খোঁজ দেয় আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবো। এই পর্যন্ত জুলাই বিপ্লবের ঘটনায় ১৪২ জনকে আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।    

শহীদ

×