ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বিয়ের অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২২:১৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:২০, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিয়ের অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

রাঙামাটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাঙামাটি শহরের মগবান ইউনিয়নের একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রকাশ চাকমা ওই রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। খাওয়া শেষে দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রকাশ চাকমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18rGbwPFwD/

মারিয়া

×