ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

চিৎকার শুনছিলাম, উপরে তাকালেই কানা করে দেওয়ার হুমকিতে তাকাইনি: বাসের যাত্রী

প্রকাশিত: ২২:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

চিৎকার শুনছিলাম, উপরে তাকালেই কানা করে দেওয়ার হুমকিতে তাকাইনি: বাসের যাত্রী

ছবিঃ সংগৃহীত

ঢাকা-রাজশাহী রুটের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে, যেখানে ডাকাতরা প্রায় সাড়ে তিন ঘণ্টা বাসটি নিয়ন্ত্রণে রাখে এবং যাত্রীদের কাছ থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

যাত্রীদের অভিযোগ অনুযায়ী, এ সময় দুই নারী শ্লীলতাহানির শিকার হন, যার মধ্যে একজনকে বাসের পেছনে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। যাত্রীরা বলেন, ডাকাতরা তাদের চোখ বন্ধ রাখতে বাধ্য করে এবং প্রতিবাদ করলে মারধর করে। তবে, স্থানীয় পুলিশ বলছে, তারা ধর্ষণের কোনো তথ্য পায়নি এবং এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। যাত্রীরা বাসের চালক, সহকারী ও সুপারভাইজারকে ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করেন, যার ভিত্তিতে পুলিশ তাদের আটক করলেও পরে জামিনে মুক্তি দিয়েছে।

বাসটি বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুট করে এবং ভোরের দিকে নন্দন পার্কের কাছে নেমে যায়। বাসের এক ব্যবসায়ী জানান, ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে টাকা কেড়ে নেয় এবং নির্যাতিত নারীদের আর্তনাদ শুনতে পান তারা। যাত্রীরা বলছেন, ভুক্তভোগী নারীরা থানায় মৌখিকভাবে অভিযোগ করলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ঘটনাস্থল গাজীপুর বা টাঙ্গাইল হওয়ায় মামলা সেখানেই করতে হবে। স্থানীয় সাংবাদিকদের মতে, বাসের প্রায় সব নারী যাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন, তবে ধর্ষণের প্রমাণ নিশ্চিত করা যায়নি।

তথ্যসূত্রঃhttps://www.bbc.com/bengali/articles/cjd35n58y7jo?fbclid=IwY2xjawIkKuVleHRuA2FlbQIxMQABHadpxSd6VPNVhp3Apo2-

মারিয়া

×