ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নারায়ণগঞ্জে অস্ত্রধারীকে জামায়াতকর্মী হিসেবে অপপ্রচারের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী

প্রকাশিত: ১৮:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে অস্ত্রধারীকে জামায়াতকর্মী হিসেবে অপপ্রচারের প্রতিবাদ জানালো জামায়াতে ইসলামী

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক অস্ত্রধারী ব্যক্তিকে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে ফেসবুকে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। আজ এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা জানান, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অস্ত্রধারী ব্যক্তির সঙ্গে জামায়াতের কোনো ধরনের সম্পর্ক নেই। তিনি সংগঠনের কোনো পর্যায়ের দায়িত্বশীল বা সদস্য নন। তারা বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ও সুশৃঙ্খল সংগঠন, যার কোনো নেতাকর্মী সন্ত্রাস বা অস্ত্রবাজির সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না।”

নেতারা আরও বলেন, জামায়াতের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা অবিলম্বে এই অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং অস্ত্রধারী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি, অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।

মারিয়া

×