ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

সিটি কিলারের আঘাতে ধ্বংস হতে পারে মুম্বাই-ঢাকা!

প্রকাশিত: ১৩:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সিটি কিলারের আঘাতে ধ্বংস হতে পারে মুম্বাই-ঢাকা!

মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র এক তথ্য নিয়ে তোলপাড়। কী এমন তথ্য প্রকাশ্যে এনেছে নাসা? গ্রহাণু ২০২৪ ওয়াইআরফোর-এর উপর নজর রাখছে নাসা। মনে করা হচ্ছে এই গ্রহাণুর পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা রয়েছে ৩.১ শতাংশ৷

গ্রহাণুটি  মাঝ-আকাশেও বিস্ফোরিত হতে পারে, সেক্ষেত্রে সেটি প্রায় আট মেগাটন টিএনটি শক্তির সঙ্গে বিস্ফোরিত হতে পারে। কিন্তু আশঙ্কা রয়েছে গ্রহাণুর কারণে ব্যাপক ক্ষতি হতে পারে ঢাকা, মুম্বইয়ের মতো শহরগুলিরও।

পূর্ব প্রশান্ত মহাসাগর, উত্তর দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, আরব সাগর এবং দক্ষিণ এশিয়ার নানা স্থান ক্ষতিগ্রস্ত হতে পারে, আশঙ্কা তেমনটাই। এছাড়া গ্রহাণুর আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে মুম্বাই, কলকাতা, ঢাকা,আবিদজান, লাগোস এবং খার্তুমের মতো জনবহুল শহরগুলি। 

নাসা জানিয়েছে, এপ্রিল মাস পর্যন্ত এই গ্রহাণুর উপর নজর থাকবে। তারপর আর দেখা পাওয়া যাবে না তার। একেবারে দেখা মিলতে পারে ২০২৮ সালের জুন মাসে। তখন আবার তার অবস্থান, গতিবিধির উপর নজর রাখা সম্ভব হবে। এর আগে নাসা জানিয়েছিল এই গ্রহাণুর পৃথিবীর উপর আঘাতের সম্ভাবনা ২.৩ শতাংশ। বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহাণু ১৩০ থেকে ৩০০ ফুট পর্যন্ত চওড়া হতে পারে।

ফুয়াদ

×