ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

মোহাম্মদপুরে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান, নিহত ২

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

মোহাম্মদপুরে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান, নিহত ২

মানচিত্র

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ অভিযানে আটক হয়েছেন ৫ জন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রথম প্রহরের রাত ১ টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ৪৬ পদাতিক ব্রিগেড এর ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

একজন কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর সেনাবাহিনীর কাছে তথ্য আসে যে চাদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ দল চাঁদ উদানের লাউতলায় গেলে সেনাবাহিনীর সদস্যদের দেখে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পালটা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়।

এক পর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণকারীদের কে গ্রেপ্তার করার সময় তাদের দুই সহযোগী সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় সন্ত্রাসীদের কাছে একটি রিভল্ভার ও কিছুগুলি পাওয়া যায়। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের কেউ গুলিবিদ্ধ হয়নি।

নিহত দুজনের পরিচয় এখনো জানা যায় নি। গ্রেফতারকৃত পাঁচজনকে এবং মৃত দুই সন্ত্রাসীর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এ সম্পর্কে বিস্তারিত সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়েছে।

শহীদ

×