ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

৫০০ কোটি টাকা জালিয়াতি: বিস্ফোরক তথ্য দিলেন এনবিআর মহাপরিচালক

প্রকাশিত: ২৩:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

৫০০ কোটি টাকা জালিয়াতি: বিস্ফোরক তথ্য দিলেন এনবিআর মহাপরিচালক

ছবি: সংগৃহীত।

সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মহাপরিচালক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানান, এস আলম গ্রুপের দুই ছেলে আশরাফুল আলম এবং আসাদুল আলম ৫০০ কোটি টাকা জালিয়াতি করে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন।

তাদের জন্ম বাংলাদেশে হলেও তারা বাংলাদেশের নাগরিকত্ব খর্ব করেছেন এবং সাইপ্রাস ও সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন। সিঙ্গাপুরে নাগরিকত্ব গ্রহণের জন্য সেখানে বাধ্যতামূলকভাবে আড়াইশো কোটি টাকা ডিপোজিট থাকার শর্ত ছিল। তবে তারা মোট ৫০০ কোটি টাকার জালিয়াতির মাধ্যমে এই শর্ত পূরণ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন।

তিনি আরও বলেন, সেপ্টেম্বরে একে একে সবার নাম ও তালিকা প্রকাশ করবেন।

সূত্র: https://www.dailyjanakantha.com/politics/news/774389

সায়মা ইসলাম

×