
ছবি: সংগৃহীত
সমাজে এখনো সেই ফ্যাসিবাদের দোসররা নানান জায়গায় রয়ে গেছে। শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। এমন কথা বলেন উপদেষ্টা নাহিদ
সম্প্রতি তারুণ্যের উৎসবে উপস্থিত হয়ে তিনি জানান, অভ্যুত্থান-পরবর্তী সমাজে উদ্দীপনা উজ্জীবিত করতেই মূলত এই উৎসবের আয়োজন। তবে শুধুমাত্র এ ধরনের উৎসব যথেষ্ট নয়, বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আসল লক্ষ্য।
উপদেষ্টা নাহিদ বলেন, আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছি, যে আত্মত্যাগের মধ্য দিয়ে গিয়েছি, তার ফলে শুধুমাত্র একটি উৎসব যথেষ্ট নয়। আমাদের আরো সামনে এগিয়ে যেতে হবে, প্রকল্প ও কর্মসূচি চালিয়ে যেতে হবে। তবে আমাদের ট্রমা দূর হবে তখনই, যখন আমরা গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার দেখতে পাবো।
এছাড়াও তিনি বলেন, মানুষ আর আগের মতন বাংলাদেশ চায় না। আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে তৈরি হোক এটা জনগণ চায় না। আমাদের যে ট্রমা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটি মূলত বাস্তবায়ন হবে তখনই, যখন আমাদের বেদনা দূর হবে ন্যায়বিচারের মধ্য দিয়ে।
তিনি মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের মুক্তির ওপরও গুরুত্ব দিয়ে বলেন, ভবিষ্যতে যেন মতপ্রকাশের স্বাধীনতার ওপর বাধা দেওয়া এত সহজ না হয়, সেটি নিশ্চিত করতে হবে। পরিবর্তনের লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
শিলা ইসলাম