ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

তোমার মতো সন্দেহজনক সমন্বয়ক আমাদের দরকার নাই

প্রকাশিত: ২২:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

তোমার মতো সন্দেহজনক সমন্বয়ক আমাদের দরকার নাই

ছবি: সংগৃহীত

সমন্বয়ক সাইফুল ইসলামকে প্রসঙ্গে এনে নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন ইলিয়াস হোসাইন। 

যেখানে একপ্রকার ব্যঙ্গ করেই প্রকাশ করেছেন তিনি। 

সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। ২০২০ সালে সাইফুল ইসলাম ছাত্রলীগের সংযুক্ত থাকার প্রমাণস্বরূপ একটি ছবি আপলোড করেছিলেন। সেই পোষ্টের স্ক্রিনশটটি শেয়ার করেছেন ইলিয়াস হোসাইন।  

সেখানে তিনি লিখেছেন, সাইফুল তুমি বিডিআরের পরিবারের আশপাশেও আসবা না৷ তোমার মতো সন্দেহজনক সমন্বয়ক আমাদের দরকার নাই৷ মাহিন হইতেও সাবধান থাকুন৷ 

তিনি আরো লিখেছেন, কাউকে বিশ্বাস করা দরকার নাই৷ বিডিআরের আন্দোলনের নেতৃত্ব দিবে বিডিআর৷ অন্য কেউ আসলে পাশে থাকবে,  সামনে না৷
 

নুসরাত

×