ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ভবিষ্যতেও বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে চায় চীন

প্রকাশিত: ২১:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ভবিষ্যতেও বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে চায় চীন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে সামরিক সম্পর্ক দীর্ঘদিনের। গত ৫০ বছর ধরে অভিন্ন স্বার্থে একে অপরকে সহযোগিতা করে আসছে এই দুই দেশ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করেছিল। সেক্ষেত্রে চীন তার সামরিক অস্ত্র বাংলাদেশে বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে। ঢাকায় নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এমন আগ্রহ ব্যক্ত করেন। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য সমরাস্ত্র সরবরাহ করে আসছে চীন। সামরিক সরঞ্জাম রপ্তানি তাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন বাংলাদেশকে সামরিক অস্ত্র সরবরাহে আগ্রহী হওয়ার পেছনে একাধিক কৌশলগত ও অর্থনৈতিক কারণ রয়েছে। চীনের অস্ত্রশিল্প বিশ্বের অন্যতম বৃহৎ।

চীন এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করতে চায় যারা তুলনামূলক সস্তা এবং কার্যকর অস্ত্র খুঁজছে। সেক্ষেত্রে চীন বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার মাধ্যমে একটি নির্ভরশীল কৌশলগত অংশীদার তৈরি করতে চায়।

১৮ই ফেব্রুয়ারি বিকেলে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন একথা জানান। গত মাসে বেইজিং সফর করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ওই সফরের প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে চীনা দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান উৎস ছিল চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে সরঞ্জাম সংগ্রহের দিকে মনোযোগ দিচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ এবং তুরস্কও এখন বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহ করতে আগ্রহী।

এই প্রেক্ষাপটে চীন প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ইয়াওয়েন বলেন, সমরাষ্ট্র সরবরাহের ক্ষেত্রে চীন তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে এবং বাংলাদেশের জাতীয় পরিস্থিতি ও প্রয়োজনের দিকে মনোযোগ দেয়। চীনের তৈরি সমরাস্ত্র সাশ্রয়মূল্য এবং মানসম্মত, যা বাংলাদেশের জন্য বিশেষভাবে উপযোগী। ফলে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন কোন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে না।

সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও গবেষণা করা গ্লোবালফায়ার পাওয়ার কম এর সর্বশেষ সূচকে বিশ্বের ১৪৫ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭ তম। সার্বিকভাবে বাংলাদেশ ও চীনের সামরিক সম্পর্কে ক্রমশ গভীরতর হচ্ছে, যা প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।

মো. মহিউদ্দিন

×